বান্দরবন প্রতিনিধি:
বান্দরবান সদরের টংকাবতীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক আহত হয়েছে।
আহত পল্লী চিকিৎসকের নাম বোধিপ্রিয় চাকমা (৩৮)। সে বান্দরবান সদরের টংকাবতী পূনর্বাসন চাকমা পাড়ার বাসিন্দা।
শনিবার (১৮ডিসেম্বর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের টংকাবতী ইউনিয়নের পূনর্বাসন চাকমা পাড়া এলাকায় একদল জেএসএস এর মূল দলের সশস্ত্র সন্ত্রাসীরা এসে পল্লী চিকিৎসককে লক্ষ্য করে গুলি চালায়। এতে পল্লী চিকিৎসক বোধিপ্রিয় আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের লোহাগাড়া হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছে বলে জেনেছি। খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।