বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সারে ১১ টার সময় উপজেলার কচুয়া প্রাইমারী স্কুলের পাশ্ববর্তী ব্রিজের পাশে ঈগল প্রতীকের সমর্থকের সাথে নৌকা প্রতিকের সর্মথকের কথাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় ঈগল প্রতীকের ২ জন মারাত্মক আহত হয়।
এসময় নৌকা প্রতীকের মাহবুব, ইউসুফ মহিম শেখ, মামুন শেখ এর নেতৃত্বে মোঃ কবির মল্লিক(৪৮)কে বাশঁ, ধারাল অস্ত্র দিয়ে হামলা করে। এসময় তার ছেলে আবুল হাসান(১৭) বাবাকে বাঁচাতে গিয়ে সেও হামলার শিকার হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তাদেরকে উদ্বার করে। পরে কবির মল্লিক ও ছেলের অবস্থা মারাত্মক হওয়ায় স্ত্রী মোসা: রুমা ওই দিন বিকেল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের পরামর্শে ভর্তি করে। এ ব্যাপারে আহত কবির জানায় একটু সুস্থ হলে আইনের আশ্রয় নেব।#