বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।
দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া ভোট কেন্দ্রের পার্শ্বে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নৌকা এবং ঈগল পাখি প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। এসময় কমপক্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এদের মধ্যে প্রথমে রবিবার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মল্লিক(৪৮)কে বানারীপাড়া উপজেলা হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় সাংবাদিক সরদার নজরুল ইসলাম ভর্তি করান । পরবর্তীতে ঈগল পাখি সমর্থক কবির মল্লিক (৪৬) আহত অবস্থায় ভর্তি করা হয়।
এ ব্যাপারে মামুন মল্লিকের স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে ৯ জনকে বিবাদী করে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন মল্লিক(৪০), রহমান সরদার(৩৫), জাহিদ মল্লিক(৩২), মিজান খান(৩৮), সফিক মল্লিক(৪৫), কবির মল্লিক(৪২), হাসান মল্লিক(১৮), হোসেন মল্লিক(১৮), ইয়াসিন হাওলাদারসহ ৩০/৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয় অভিযুক্তরা কচুয়া ভোট কেন্দ্রের পাশে রত্তন হাজী ব্রিজের পাশে আহত মামুন মল্লিকের ওষুধের দোকানের সামনে তাকে বাঁশ, লাঠি, কিল, ঘুষি দিয়ে নীল ফুলা জখম করে। এ ছাড়া রহমান সরদার ও জাহিদ মল্লিক মামুনের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
এঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং ইউপি আওয়ামীলীগের সম্পাদক লুৎফর রহমান পারভেজ আহত মামুনের খোঁজ খবর নিতে উপজেলা হাসপাতালের যান।#