বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিবাদের শুরু হয়। এসময় রিজিয়া বেগম(৭০) এর উপর মোসা: নুপুর বেগম হামলা করে। এব্যপারে রিজিয়া বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, তার বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২৯ ডিসেম্বর শুক্রবার রাজ মিস্ত্রি কাজ শুরু করে। এসময় প্রতিবেশী মোঃ মিজান(৩৮) এবং মোসা: নুপুর বেগম(৩০) ওই কাজে বাধা দেয়। তারা খুন জখম সহ বিভিন্ন হুমকি দেয়। প্রাচীর নির্মাণের সরঞ্জামের প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধান করে। এ ব্যপারে রিজিয়া বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
বানারীপাড়া থানার এস আই জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে থানা সূত্রে জানা যায়।#