বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ৮ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে।
এ ঘটনায় বুধবার (১৭ জানুয়ারী) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত সিরাজুল কে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যাক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ১০ জানুয়ারী বিকাল অনুমান সোয়া ৪ টার সময় ভিকটিমকে আসামী সিরাজুল স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপিড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মাতা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার স্মরনাপন্ন হন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামী আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।