স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাটের রামপালে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে – ২০২১ উদযাপিত হয়েছে ৷ শনিবার (২০ নভেম্বর) সকালে রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্কাউটস রামপাল উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি এর সহযোগীতায় শ্রীফলতলা স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান ৷ রামপাল উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসাবে বিআইএফপিসিএল এর ডিপিডি রেজাউল করিম ৷ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্কাউটস কমিশন আসাদুল কবীর, খুলনা স্কাউটস এর উপপরিচালক মোঃ আব্দুল লতিফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রামপাল নলিনী কুমার জোয়ার্দার, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সমাজকর্মী শেখ সাদী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ৷