নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে সুধা রঞ্জন রায়(৫০) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার হেমন্ত চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান, সুধা রঞ্জন রায় স্থানীয় একটি কিন্টার গার্ডেনে শিক্ষকতা করতেন। পাশাপাশি কৃষিজীবী হিসেবে তার সংসার চলতো। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার। লক্ষীচাপা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুধা রঞ্জন রায় কিন্টারগার্ডেনে শিক্ষকতা করতেন এবং পাশাপাশি কৃষি কাজ করতেন। নীলফামারী সদর থানার ওসি(তদন্ত) মাহমুদ উন নবী বলেন, সোমবার রাত নয়টার দিকে বাড়িতে ভাত খেয়ে মন্দির যাওয়ার কথা বলে বের হয়ে আসে। পরে আর ফেরেনি। খোঁজাখুজি করেও না পেয়ে মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।