বাকেরগঞ্জ প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পর্পণ, শোক সভা ও দোয়া মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব মোঃ লোকমান হোসেন ডাকুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।