পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খুনি ভূমি দস্যু কুখ্যাত সন্ত্রাসী মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনীসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও সাধারন মানুষ।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১০ টায় বগা বন্দরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও সাধারন মানুষের
আয়োজিত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বত্তব্য রাখেন, বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গনি সিকদার, বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক বাবুল সিকদার, বগা ইউপি নজরুল মৃধা, শ্রমিক দল সদস্য আনিচ মৃধা, বগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিক মৃধা, বাউফল উপজেলা বিএনপির সদস্য তোফায়েল আহম্মেদ, কালাম মৃধা জাকির হোসেন, জালাল ফকির, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রহমান মাস্টার, মিলন মুন্সি, আঃ লতিফ ডাঃ মজিবর, গোপাল কর্মকার, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।
মানববন্ধনে সন্ত্রাসী হামলায় আহত শফিক মৃধা ও তার পরিবারের সদস্যসহ এলাকার প্রায় দুই শতাধিক এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামীলী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনীর অত্যাচারে এলাকার শত শত মানুষ অতিষ্ঠ। এ সব সন্ত্রাসীরা স্থানীয় দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো। চাঁদা না দিলে নির্যাতনের শিকার হতো দোকানীদের।
মোতালেব হাওলাদার ও তার পুত্র হাসান আওয়ামী লীগ নেতা হওয়ায় কাউকেই তোয়াক্কা করে না।
ভুক্তভোগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করলে, মোতালেব হাওলাদার এবং তার পুত্র হাসাসকে মামলা থেকে বাদ দেয় থানা পুলিশ। ব্যবসায়ীরা ভয়ে ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারতো না, মোতালেব ও তার পুত্র হাসানসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।