
গোলাম মর্তুজা(বাউফল) পটুয়াখালীঃ
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুঃস্থ অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছেন বাউফলের তরুন সমাজ।মঙ্গলবার এবং বুধবার বাউফল উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতার্ত মানুষের উঞ্চতার পরশ বুলিয়ে দিতে কম্বল বিতরণ করেছেন বাউফলের তরুন সমাজ গ্রুপটি।
বাউফলের তরুন সমাজ গ্রুপের উপদেষ্টা মোসাঃ সেলিনা আক্তার বলেন,শীতার্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানো এবং মানুষের সেবায় এগিয়ে আসা এটা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। বাউফলের তরুন সমাজ গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টায় বাউফল উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কিছু সংখ্যক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছি।সামনে আমাদের আরও বড় পরিকল্পনা আছে।সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবো।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাউফলের তরুন সমাজ গ্রুপের উপদেষ্ঠা মোঃ জামাল হোসেন, এডমিন গোলাম মর্তুজা,প্যানেল সদস্য মোঃ সোহেল রানা,মোঃ আলআমিন সিকদার,মোঃ শাহজালাল (ইউ,পি সদস্য),মোসাঃ আসিয়া আফরিন,মোসাঃ তনু,মোসাঃ তানজিলা হাসান,গাজী আমিরুল,সাবরিন এম রাকিব,মুহাম্মদ তানভীর খান, ইউনিয়ন সেচ্ছাসেবী মোঃ মিহাত তালুকদার,মোঃ ইয়ামিন সরদার,মৃধা মোঃ বাপ্পী,মোঃ রবি,হাওলাদার টিটু সহ আরো ও উপস্থিত ছিলেন মোঃ হুমায়ন,মোঃ ফিরোজ সন্যামত,মোঃ মফিজ।
বাউফলের তরুন সমাজ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ মেহেদী হাসান বলেন, অসহায় দরিদ্র মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রচেষ্ঠায় বাউফলের তরুন সমাজ গ্রুপের উপদেষ্ঠা পরিষদ,এডমিন প্যানেল এবং ইউনিয়ন সেচ্ছাসেবী সহ সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা কিছুটা হলে ও সার্থক।আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই উপদেষ্টা ডাঃ মোঃ মিজানুর রহমান, মোঃ সামিম সিকদার, প্যানেল সদস্য মোসাঃ শিলা রহমান, মোঃ ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহিন রেজা,মোঃ আরিফুর রহমান জাহিদ, মৃধা এনায়েত আরমানি, মোসাঃ জেরিন তাসনীম, মোসাঃ নাবিলা ইসলাম, মোসাঃ ইয়ামিনি ইসলাম মাইসিন,মোসাঃ জিনিয়া আলম মিম সহ বাউফলে তরুন সমাজ গ্রুপের সকল সদস্যদের।