হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলা হিসাব রক্ষক অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও সর্বজনীন পেনশন স্কিম এর আওতায় জনসাধারণকে উদ্বুদ্ধ করন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
১৪ মে বিকাল তিনটায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা হিসাব রক্ষক অফিসার মিনাল কান্তি দাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সরকারি হিজলার ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ খগেনচন্দ্র বিশ্বাস, আসর উদ্দিন ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, বাহেরচর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম, হিজলা উপজেলা এলজিইডি প্রকৌশলী সুকদেব বিশ্বাস, হিজলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সেচিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, বড়জালিয়া নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য জামাল উদ্দিন রাড়ি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা হিসাব রক্ষক অফিসের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, হিসাব রক্ষক অফিস সকল দপ্তরের অর্থ ছাড়ের প্রাণকেন্দ্র।
সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের নিজের তাগিদেই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসা উচিত। তিনি আরো বলেন বৃদ্ধ বয়সে যখন মানুষ শারীরিক দুর্বল হয়ে পড়ে তখন সর্বজনীন পেনশন সহায়ক হয়ে দাঁড়াবে।