নিজেস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ কংগ্রেসের প্রতীক ডাব অন্য কোন সামাজিক সংগঠনের নির্বাচনে প্রতীক হিসেবে ব্যবহার করা কেনো অবৈধ হবে না এ মর্মে রুল জারী করেছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এই রুল জারী করেন।
সাতক্ষীরার ভোমরা কাস্টমস এ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশন তাদের নির্বাচনে ডাব প্রতীক ব্যবহার করায় উক্ত নির্বাচন চ্যালেঞ্জ করে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন এবং তিনি নিজেই এটি রবিবার ৯ জানুয়ারি ২০২২ শুনানী করলে হাইকোর্ট এই নির্বাচন কেনো অবৈধ হবে না মর্মে জানতে চেয়ে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে প্রতিপক্ষের ওপর আদেশ দান করেন।
প্রধান নির্বাচন কমিশনার, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় লেবার অধিদপ্তরের পরিচালক, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রার, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, সাতক্ষীরার ভোমরা কাস্টমস এ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও উক্ত সংগঠনের নির্বাচন কমিশনারকে রিটে প্রতিপক্ষ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com