বরিশাল প্রতিনিধি।।
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় পর্যায়ে সাধারণ নির্বাচনে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা জেলার ১৩টি উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩০ জুন)জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো: শওকত আলী।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিনসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী উপজেলা, ভোলা জেলার তজুমুদ্দিন, লালমোহন উপজেলা, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া উপজেলা, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা উপজেলা, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ১৯ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।