নিজেস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্র থেকে চন্দন সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চন্দন সরকারে আগৈলঝাড়া উপজেলার বড় পাইকা এলাকার চিত্ত রঞ্জন সরকারের ছেলে।
এ ঘটনায় শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় হলি কেয়ার মাদকসক্ত নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা্ থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত চন্দন সরকারের মামা নিবাস মহোরি জানান, গত ৭ আগস্ট হলি কেয়ার মাদকশক্ত নিরাময় কেন্দ্রে আমার ভাগ্নে চন্দন সরকারকে ভর্তি করাই। গতকাল ভোররাত ৪টার দিকে আমাকে হলি কেয়ার থেকে ফোন করে জানানো হয় আপনার ভাগ্নের একটি দুর্ঘটনা ঘটে গেছে। আপনার ভাগ্নে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।
তিনি জানান, ভর্তির সময় একটা বেল্ট পর্যন্ত রাখতে দেয়নি হলি কেয়ারের কর্মচারিরা।তাহলে কি করে আমার ভাগ্নে আত্মহত্যা করে। আমি এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
এ বিষয়ে জানতে চাইলে হলি কেয়ারের ভলান্টিয়ার সরোয়ার জানায়, চন্দন বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে বাথরুমের গ্রিলের সাথে গামছা বেধে আত্মহত্যা করেছে। এ ঘটনার পর তার পরিবার ও পুলিশকে জানানো হয়েছে।
চন্দন সহ সবাইকে মারধর করা হয় এমন প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, এখানে সবাই ই মাদকাসক্ত। তাদের নিয়ন্ত্রন করতে যেটুকু প্রয়োজন তার বাইরে কিছুই করা হতো না।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসী) নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিব।