নিজস্ব প্রতিবেদক।।
অভিযোগ দিতে গিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভেতরে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল স্কুলছাত্র। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এসে বেধড়ক লাঠিপেটা করে হামলাকারীদের তাড়িয়ে দেয়। রাত ৮টা পর্যন্ত থানার সামনে সেনাবাহিনীর ৬টি পিকআপ অবস্থান করেছিল। উদ্ভূত পরিস্থিতিতে থানার প্রধান ফটক আটকে দিয়ে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, দুই দল স্কুলছাত্রের মধ্যে মারামারির পর একপক্ষ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তখন সেনাবাহিনীর কাছে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্ররা মারমুখী হয়ে ওঠে।
ঘটনার সূত্রপাত কীভাবে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গতকাল থানার অদূরে কালীবাড়ি সড়কে অবস্থান নেওয়া কয়েকজন তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, জিলা স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে শুক্রবার বিকেলে মারধর করেছে উদয়ন স্কুলের কয়েকজন ছাত্র। ৫ আগস্ট সরকার পতনের আগে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে দুই স্কুলের দুজন ছাত্রের মধ্যে বিরোধ বাধে। গতকাল বিকেলে শাফায়েতকে মারধরের পর তার পক্ষের ছাত্ররা অভিযোগ দিতে থানায় গিয়েছিল। পুলিশ তাদের সেনাবাহিনীর কাছে যেতে বললে থানার মধ্যে বিশৃঙ্খলা ঘটে।