নিজেস্ব প্রতিবেদকঃ-
বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের সিদ্দিক মাঝি নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিদ্দিক মাঝি ওই ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের আতাহার মিয়ার পূত্র।
স্বজনদের অভিযোগ ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার চাচা শ্বশুর নজরুল চৌধুরী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সিদ্দিক মাঝির কন্যা হালিমা বেগম বলেন, আমার পিতার সাথে চেয়ারম্যানের চাচা শ্বশুরের আর্থিক বিরোধ ছিল। ৩ দিন পূর্বে তাকে ধরে নিয়ে ৪ ঘন্টা নির্যাতন করে ছেড়ে দেয়।
আজ (মঙ্গলবার) বেলা বারটায় আমার বাবা ফোন দিয়ে বলেন ‘ওরা আমাকে মেরে ফেলল আমাকে বাচা’। আমরা ছুটে গিয়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ২ টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করি। এরপর ৩ টার দিকে তিনি মারা যান।
সদর হাসপাতালের ব্রাদার মাহবুব জানান, সিদ্দিক মাঝিকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয় পরে তিনি মারা যায়। লাশ আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য রাখা আছে।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, সিদ্দিক ফকিরের মেয়েরা নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের শেখানো কথা বলছে। মূলত আমার চাচা শ্বশুর টাকা পাবে তার কাছে। চাচা শ্বশুর আমার কাছে এ বিষয়ে অভিযোগ দিলে সিদ্দিক ফকির সময় নিয়েছে। আমি এলাকায় নেই, কি হয়েছে বলতেও পারবো না।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মৃতদেহের ময়না তদন্তের পর রিপোর্ট পেলে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।