বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়-কাকচিরা সড়কে ইজিবাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আকলিমা (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের গুদিঘাটা আলিস্যার মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে আকলিমা নামে এক নারী ঘটনাস্থলে গুরতর ভাবে আহত হন। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য তাৎক্ষণিক
কাকচিরা মোফাজ্জল হোসেন হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ ইজিবাইকে নিহত আকলিমা সহ আরো ৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরত দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে স্থানীয়রা তার পরিচয় জানতে পেরে তার গ্রামের বাড়ি বামনায় নিয়ে যাওয়া হয়। জানা যায় ঐ নারী বরগুনা জেলার বামনা থানার ডৌয়াতলা ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলি আকবর খানের (৪৫) স্ত্রী।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমানে বরগুনা জেল হাজতে রয়েছেন। তাকে জেল গেটে দেখতে শনিবার সকাল ৭টার দিকে ৪টি অটো রিক্সা যোগে ডৌয়াতলা ইউনিয়নের কয়েকজন বাসিন্দারা বরগুনার উদ্যোশে রওনা হয়। ওই বহরে নিহত আকলিমা বেগম ছিলেন। তাদের বহর পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার অতিক্রম করার পরে পাথরঘাটা ঢাকা মহাসড়কের গুদিঘাটা এলাকায় আলিস্যার মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি টমটম গাড়ি, বহরে থাকা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিক্সাটি পার্শ্ববর্তী মাঠে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই আকলিমা বেগমের মৃত্যু ঘটে।
এবিষয় কাকচিরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, কাকচিরা থেকে একটি ইজিবাইক বরগুনা যাবার সময় গুদিঘাটা আলিস্যার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা গরু বহন করা টমটমের সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে থাকা মোসাঃ আকলিমা গুরুতরভাবে আহত হন ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।