বরগুনা জেলা প্রতিনিধি;
‘শিক্ষা দিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
প্রতিবছরের ন্যায় ১ জানুয়ারি সারাদেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে প্রতিটি স্কুল কর্তৃপক্ষ, এই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
বরগুনায় ১ লাখ ৩১ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়। এছাড়াও বরগুনার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেয়া হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাছাড়া স্কুলে দীর্ঘদিন পর সহপাঠীদের দেখা পেয়ে আনন্দিত তারা।
অন্যদিকে, যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কম, সেখানে একদিনেই বই দেয়া হচ্ছে। আর যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তুলনামূলক বেশি, সেখানে তিন দিন বই বিতরণ কার্যক্রম চলবে।
এদিকে নতুন বছর, নতুন ক্লাসে, নতুন বই হাতে পাওয়ার পর আনন্দিত ছাত্র-ছাত্রীরা। তারা বলছে, বছরের প্রথমদিন বই হাতে পাওয়ার কারণে নতুন কারিকুলামে লেখাপড়া শুরু করতে পারবো। এতে ফলাফলও ভালো হবে।
গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ফারুক বলেন, নতুন বছরে ছাত্র-ছাত্রীরা নতুন বই পেয়ে আনন্দে উদ্বেলিত। তিনি শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন যেনো দুটি করে নতুন ওয়ার্ড শিখতে পারে তার দিকে দৃষ্টি রাখতে হবে। সেই সাথে শিক্ষার্থীরা যেনো নতুন বইগুলো বাড়িতে বসে পড়ে তার ব্যবস্থা করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের বলেন, জীবনে মানুষ হতে চাইলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তাই এখন থেকেই সবাইকে পড়াশুনায় মনোযোগী হতে হবে।