নিজস্ব প্রতিবেদক।।
পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শুদ্ধপ্রান।
শুক্রবার(৩০আগষ্ট) ভয়াবহ বন্যা কবলিত মানুষদের সহায়তা প্রদানের জন্য সকলের আস্তাভাজন সংগঠন শুদ্ধপ্রান এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হয় এতে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে শুদ্ধপ্রান। সংগঠনের অক্লান্ত পরিশ্রমে পাইকগাছা উপজেলার পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের খাবার, প্রয়োজনীয় বস্ত্র, বিশুদ্ধ খাবার পানি,সেলাইন,সরবরাহ করা হয়েছে।
তারা জানায়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা বন্যার্তদের পাশে আছেন। যে কোন পরিস্তিতে সকল সহযোগীতায় তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।