পলাশ দাস।।
বরিশালের হিজলা উপজেলায় অগ্নিঝরা ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণের গুরুত্ব আরোপ করে স্থানীয় সাংসদ পঙ্কজ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলা নামক এই দেশটির জন্ম হতো না। তিনি আরো বলেন ৭ ই মার্চের জাদুর ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের নিরস্ত্র মানুষকে অদ্ভুত করে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়কে ছিনিয়ে এনেছে।
সোমবার বিকাল ৪ টার সময় উপজেলা পরিষদ মাঠে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মহসিন শিকদার, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য উপাধাক্ষ সাজাহান তালুকদার, উপজেলা, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হোসেন মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদর, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত হাফিজ মাহমুদ, মাষ্টার নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,হরিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা কৃষকরীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু ও যুবলীগ নেতা কাজি লিয়াকত হোসেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন মার্চ মাস একটি ঐতিহাসিক মাস এই মাসে যেমন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস অসংখ্য ইতিহাস রয়েছে। ৭ ই মার্চের আলোচনা সভায় হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ।