শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে স্বাধীনতা স্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে জুতা পায়ে ফুলের তোড়া দিয়ে বিতর্কের সৃষ্টি করলেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। ওই সময় তার সাথে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাহফুজুর রহমানের পায়ে জুতা ছিলোনা। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
এর আগেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জুতা পায়ে পুস্তস্তবক অর্পণ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই সাংসদ। স্বাধীনতার স্তম্ভে জুতা পায়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আসম ফিরোজ এমপি চরম ধৃষ্টতা দেখিয়েছেন বলে স্বাধীনতাকামী মানুষ মনে করছেন। দলীয় নেতা-কর্মীদের ভিতরেও এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন ফরাজী বলেন,‘ আসম ফিরোজ এমপি ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারের শাহাৎ বরণের পর বরিশালের আনন্দ মিছিল করেছেন বঙ্গবন্ধুর ছবি পদধূলিত করেছেন। তার কাছ থেকে জাতি আর কি আশা করতে পারে। তিনি শহীদ বুদ্ধিজীবিদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর নামে অশ্রদ্ধা জানিয়েছেন।