মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৭ই জানুয়ারী সকালে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা ৮ দিন কঠিন থেকে কঠিনতর অভিযান ও দীর্ঘ প্রতিক্ষার পর পানির উপরে আনতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল।
বিষয়টি নিশ্চিত করেছেন, নৌ-বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ্ পরান ইমন। তিনি জানান, উদ্ধারকারী নৌ-জাহাজ প্রত্যয় দিনব্যাপী অভিযান চালিয়ে অবশেষে আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডুবে থাকা ফেরিকে সোজা করে পাটুরিয়া ঘাটে ভেড়াতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ৯টি যানবাহন।
ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উপরে উঠানোর পর সকল নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী অন্যান্য সকল কমকর্তাদের মাঝে আনন্দ বিরাজ করছে।