মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
খুলনা মাওয়া মহাসড়কে গ্রীন লাইন পরিবহনের সাথে সংঘর্ষে মাটরবাইকে থাকা স্বামী স্ত্রী গুরুতর আহত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায় ২ রা অক্টোবর সকাল ১০টার দিকে মোল্লাহাট থেকে ছেড়ে আসা গ্রীন লাইন(ঢাকা মেট্রো ব -১৪ -০৬৮৪) পরিবহন ফকিরহাট বিশ্বরোড মোড়ে ডিসকভার (বাগেরহাট হ ১১ ৮৮ ৯৮)মোটরবাইকটিকে চাপা দেয়।
স্থানীয়রা আহত ব্যক্তিদের দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়- মটরবাইক চালক বাগেরহাট সদরের কোমরপুর এলাকার মৃত রবিনদ্রনাথ আর্চযের পুত্র সুশিল আর্চয(৫৫) এবং তার সাথে থাকা স্ত্রী লক্ষী আর্চয (৪৫)কে গুরুত্বর হয়েছে তারা এই মুহুর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান