মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার দুই মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে তাদের দু’জনকে গাজা সহ আটক করে।এসময় মূলঘর এলাকার সরদার সোলইমানের ছেলে সরদার মাহমুদ (৪৩) কে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার। অপরদিকে, মূলঘর এলাকার রাজপাঠ গ্রামের আলমগীর হোসেনের পুত্র আটক মাদকসেবী মো: জসিম (৩১) কে ১৫দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।