গাজীপুর প্রতিনিধি॥
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর আটটি থানায় জনগণকে সেবা দিতে শুরু করেছে। ইতোমধ্যে প্রায় সকল পুলিশ সদস্য কাজে যোগ দেওয়ায় পুলিশের মনোবল ফিরে এসেছ। জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের সততার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহবান জানান। এছাড়া সড়কে যানবাহনের শৃংখলা আনয়নের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গাজীপুর মহানগরীর থানাগুলোতে কার্যক্রম এবং মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু’একদিন লাগতে পারে। তবে পুলিশ সব ধরণের সেবা দিতে শুরু করেছে। সোমবার দিনের বেলায় পুলিশ পেট্রোল ডিউটি পালন করেছে বুধবার থেকে রাতেও পেট্রোল ডিউটি শুরু হবে।
তিনি আরো বলেন, পুলিশের মনোবল ফিরে এসেছে। জিএমপির যে থানা ও পুলিশবক্স গুলো ক্ষতিগ্রস্থ হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। এগুলো মেরামত করতে কয়েক