রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেফতার করেছেন রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তার নিজ এলাকা হতে আটক করা হয়। উল্লেখ্য যে, ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান ২ টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়। সরকার বিরোধী প্রচার প্রচারণার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগন ক্ষিপ্ত হউন এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। তবে তাকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া বাজারে মৌসুমীর স্বামী ওহিদুর (৪৫) কে স্থানীয় জনতা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মৌসুমি রহমান বিভিন্ন এলাকায় সরকারবিরোধী প্রচার পত্র বিতরণ করেন। এছাড়া তার ফেসবুক পেজ থেকে সরকারবিরোধী পোস্ট করে গুজব ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েকদিন ধরে খুঁজছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘ওই যুবলীগ নেত্রী বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী তৎপরতা চালাচ্ছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।