জালিস মাহমুদ, পিরোজপুর
পিরোজপুর জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী এডভোকেট শ.ম.রেজাউল করিম এমপি।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মাওলা নকীব। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লাহ আজাদ হোসেন।
দাবা লীগে জেলার ৮টি ক্লাবের মোট ৪৮ জন নারী ও পুরুষ খেলোয়ার অংশ গ্রহণ করেন। দাবা লীগে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর সোনালী অতীত ক্লাব এবং রানার্সআপ হয় শহীদ খোকন স্মৃতি ক্লাব।