জালিস মাহমুদ, পিরোজপুর
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের সহিংসতায় গুলিবিদ্ধ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৫ নভেম্বর (সোমবার) রাত ১১টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মাহবুব শুভ এর মৃত্যু হয়।
ফয়সাল মাহবুব শুভ (৩৫) পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি।
জানা গেছে, গত ৭ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা। মল্লিকবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া, পালটা ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন শুভ। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি হাসান সিকদারে মাথায়ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
শুভকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ঢাকায়।
এদিকে ফয়সাল মাহবুব শুভ এর মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক।