জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলার ০১ নং শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের একজন কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
২৪ জানুয়ারী (সোমবার) দুপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. কামরুজ্জামান সেলিম হাওলাদার (৫০) নামের একজন এমপিওভুক্ত কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত সেলিমকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সেলিম নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি।
আহত সেলিম হাওলাদার জানান, সোমবার দুপুরে তার চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদার তার ধান খেতের জমি দখল করে চাষ করছিলেন। এসময় তিনি (সেলিম) বাঁধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।