জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরে মাদক উদ্ধারের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল।
৩১ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় পিরোজপুর পৌর শহরের মধ্য রাস্তার সেলিম সেখের বাড়ীর পশ্চিম উত্তর পাশের মাঠ থেকে ডিবি পুলিশের একটি ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ১ (এক) কেজি মাদক জাতীয় গাজাঁ সহ নয়ন সেখ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, আসামি নয়ন শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ নামাজপুরের তৌহিদ সেখ এর ছেলে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।