পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলে দিনাজপুরের পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আজ মঙ্গলবার বেলা ১টায় টায় এ সবংর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রশাসক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন, রুখশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: রিয়াজ মাহমুদ।