দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে মশিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। আজ সোমবার (২৯ জুলাই) সকালে ৬ নং মোমিনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, গতকাল রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মশিউর রহমান। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পায়নি তার পরিবার। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়া ফকিরপাড়া গ্রামের মরিচের জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পার্বতীপুর মডেল থানাপুলিশ ঘটনাস্থলে পৌছে উপর হয়ে পড়ে থাকা অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে। এসময় তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়ার পাশাপাশি বাম হাঁটুতে আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারন জানা না গেলেও নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি হত্যাকান্ড বলে দাবী করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ইয়ারফোনসহ লাশের দু’শ গজ দূরে রাস্তার পাশ থেকে ব্যবহৃত ডায়ান -৮০ মোটর সাইকেলটি পাওয়া যায়। এ ঘটনায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর সঠিক তারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহতের ভাই মোশারফ হোসেন জানান, গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে তার লাশ উদ্ধার করা হয়। যারা আমার ভাইকে মেরে ফেলেছে আমি তাদের বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সঠিক কারণ খুঁজতে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।