শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে পাচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শাহজাদপুর ইব্রাহিম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।
এসময় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর শেষ হয়। কর্মসূচিতে সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চয়ন ইসলাম এমপি শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে সমাজের দুঃস্থ্য অসহায় মানুষের কল্যাণে মানবিক কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।