সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
আজ বুধবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, পাকিস্তানের সকল ষড়যন্ত্র ছিন্ন করে ১৯৭২ সনের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশে ফিরেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন বঙ্গবন্ধু। বাঙালি, বাংলা ও বাংলাদেশের প্রশ্নে সেই যে তরুণ বয়সে রাজপথে নেমেছিলেন তিনি তারই সফল পরিনতি বাংলাদেশের স্বাধীনতা। এসময় সাংসদ পংকজ নাথ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ খন্দকার, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, মহিউদ্দিন তালুকদার, বাহাউদ্দীন ঢালী, কাদের ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।