পটুয়াখালী প্রতিনিধি:
কেন্দ্রীয় ৬ দফা এবং ক্যাম্পাসভিত্তিক ৩ দফা দাবিতে পটুয়াখালীতে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। সোমবার দুপুর ১২:৩০ টার দিকে ফোর লেন সড়কে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করে, যা সাময়িকভাবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে।
শিক্ষার্থীরা কারিগরি সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধান ও ন্যায্য দাবিগুলো পূরণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করে। তাদের দাবির মধ্যে রয়েছে—কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছরে পুনর্গঠন, সেমিস্টারগুলোর মেয়াদ ৬ মাসে উন্নীতকরণ এবং বিতর্কিত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের অপসারণ। এছাড়া, শূন্যপদ পূরণ ও নিয়োগবিধিমালা সংশোধনের দাবি শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
ক্যাম্পাসভিত্তিক দাবিগুলোর মধ্যে রয়েছে—ল্যাব ও মালামালের দায়িত্ব বিভাগের প্রধানের কাছে হস্তান্তর, ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কর্মস্থলে যুক্ত না করা এবং শিক্ষার্থীদের হুমকি প্রদানকারীকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান জানান, “শিক্ষার্থীদের দাবির বিষয়ে মহাপরিচালকের দপ্তরে আলোচনা করা হয়েছে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় সমাধানের কাজ চলছে।”
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন শুরু করে এবং পরে ফোর লেন সড়ক অবরোধ করে। জেলা প্রশাসনের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসলে তারা জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য প্রযোজ্য। বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
শিক্ষার্থীদের প্রতিনিধি মীর আশরাফুল আলম জানান, “আমরা প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করেছি, তবে দাবি পূরণ না হলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।”