পটুয়াখালী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ আগস্ট)
দুপুরে শহরের লঞ্চঘাট চত্বরে ঘন্টা ব্যপী এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার
কুট্টি, সদস্য মো. মিজানুর রহমান, আলমগীর হোসেন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন প্রমুখ।
বক্তারা ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের খুনের বিচার এবং দ্রুত
সময় খুনী শেখ হাসিনাকে আইনের আওতায় আনার দাবী জানান। এছাড়া দলীয়
নেতাকর্মীদেরকে ধৈর্য্যসহকারে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থেকে সবকিছু সামাল দেয়ার আহবান জানান বিএনপির নেতৃবমন্দ।