কুষ্টিয়া প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবউল আলম হানিফ
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা
এহতেশাম রেজা রোববার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবউল আলম হানিফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানায়, এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মাহবুবউল আলম হানিফ
পেয়েছেন ১লক্ষ ২৭হাজার ৮০৩ ভোট।
আর তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ঈগল মার্কা
প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু
৪২ হাজার ১শত ৮১ভোট।
মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া-৩ সদর আসনে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন।