হিজলা প্রতিনিধি,
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোরালিয়া গ্রামের নুরু বাবুর্চি হত্যাকারীদের ফাঁসির দাবীতে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কাউরিয়া স্কুল এন্ড কলেজের সামনে স্থানীয় এলাকাবাসী আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় জাকির হোসেন সরদার নিহত নুরু বাবুর্চির ছেলে এনামুল হক।
এ সময় বক্তারা নিহত নুরু বাবুর্চির হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।
নিহত নুরু বাবুর্চির ছেলে এনামুল বলেন, প্রশাসনের কাছে জোর দাবি জানাই আমার বাবার হত্যাকারীদের কে সুষ্ঠু তদন্তপূর্বক চিহ্নিত করে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক।