নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। পরিদর্শন চলাকালীন সময়ে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পরিহিত ইউনিফর্ম, সরকারি কাজে ব্যবহারিত গাড়ি, অস্ত্রাগার সহ অন্যান্য সরকারি কাজে ব্যবহৃত জিনিসপত্র যাচাই-বাছাই করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার নীলফামারী জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স দের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্যের শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার বিনির্মাণে পেশাদারিত্বের সাথে পুলিশ সদস্যদের আর্তমানবতার সেবায় কাজ করার আহ্বান জানান। তিনি নীলফামারী জেলা পুলিশের পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও দায়িত্ববোধ এবং প্যারেড অনুশীলন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন । মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার,(সৈয়দপুর-সার্কেল), জনাব আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (ডোমার-সার্কেল) সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, আরওআই, নীলফামারী-কোর্ট পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর অপরাধ, আর.আই সহ অন্যান্য কর্মকর্তাগণ। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।