নীলফামারী জেলা প্রতিনিধি-
নীলফামারীতে একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. রাহেদুল ইসলাম দোলনকে প্রধান শিক্ষক পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয়রা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘২০১৩ সালে রামগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনা কে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. রাহেদুল ইসলাম দোলন স্যারকে আসামি করা হয়। তৎকালীন সরকারের নেতাকর্মীরা অবৈধ ও বেআইনিভাবে দোলন স্যারকে চাকরিচ্যুত করে। আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চাই পুনরায় দোলন সারকে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল করা হোক।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন আওয়ামী সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির গাড়িবহরে হামলা ও চার নেতাকর্মী হত্যা ঘটনায় ২০৬জন আসামির মধ্যে টুপামারী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. রাহেদুল ইসলাম দোলনকেও আসামি করে চাকরিচ্যুত করা হয়।