নীলফামারী জেলা প্রতিনিধি-
নীলফামারীতে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে ৩৮জনকে ১৯লাখ টাকা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
জানা যায়, অনুপ্রাপ্ত রোগীদের মধ্যে ছিলেন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, প্রতিস্থাপন (নমিনি)।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, মঙ্গরবার ৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যে এই সহায়তা সারাদেশে প্রদান করা হয় ।