নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর মহাদেবপুরে নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হন। নিখোঁজের ২০ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টায় তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রবিবার বেলা ১১ টায় উপজেলার আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হন।
নিহতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেনের ভায়রা পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিমি আকতার সোমা (১৮)। পারভেজের বাড়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। নিখোঁজের পর উদ্ধারে মহাদেবপুর এবং মান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরে ডুবুরি দল রাত ৮ টা পর্যন্ত চেষ্টা চালায়। না পেয়ে উদ্ধার কাজের বন্ধ করে। আজ সকালে ফায়ার সার্ভিসের দল তাদের মৃতদেহ উদ্ধার করে।