নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. অনুজা রায় বনি প্রায় ১০ বছর ধরে তিনি কর্মস্থলে নেই। বারবার চিঠি দিয়েও তাঁকে খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। আর এদিকে এই পদটি শূন্য না হওয়ায় নতুন কেউ যোগদান করতে পারছেন না। এই অবস্থায় সেবা থেকে লোকজন বঞ্চিত হচ্ছেন। তিনি কর্মরত বলে জানা গেছে। হাসপাতালে দেওয়া তাঁর মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। গত সপ্তাহেও সর্বশেষ চিঠি দিয়েও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অনুজা রায় বনি ২০১৩ সালের ৩ নভেম্বর নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন পদে যোগদান করেন। এরপর ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। এর পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এ বিষয়ে তিনি কর্তৃপকে কিছুই জানাননি। হাসপাতালে দেওয়া বাড়ির ঠিকানা থেকে জানাযায়, অনুজার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভগনগর ইউনিয়নের ভাবকি গ্রামে। তাঁর বাবার নাম বাসামালি রায়। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ জানান, তিনি এই হাসপাতালে যোগদান করার তিন মাস ১০ দিন উপস্থিত ছিলেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তিনি এসে দেখেন এর মধ্যে সব কর্মকর্তাই ঊর্ধ্বতন কর্তৃপ বরাবর অবগত করেছেন। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ ছাড়াও কিছু চিঠি ডা. অনুজা বনির পারিবারিক ঠিকানায় পাঠানো হয়েছে। বাকি চিঠিগুলো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের কাছে পাঠানো হয়েছে। ডা. মাহমুদুর রশিদ আরো জানান, একাধিক চিঠি পাঠানোর পরও চিকিৎসক অনুজা রায় বনি বা তাঁর পরিবারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি দেশে আছেন, না বিদেশে চলে গেছেন তাও জানা যাচ্ছে না। এসব বিষয়ে কর্তৃপকে সুপারিশ করা হয় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।