নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে বুধবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘণ্টা ব্যাপী সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় করেন নান্দাইলের কৃতি সন্তান অবসর প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ড: শামছুল ইসলাম সূর্য্য। এই প্রথম বার তিনি নান্দাইল প্রেসক্লাবে আসেন। এসময় প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলোচনা সহ নান্দাইলের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়ে অবহিত হন এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় প্রেসক্লাবে উপস্থিত ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু ( দৈনিক স্বদেশ প্রতিদিন), রফিকুল ইসলাম রফিক ( আজকের খবর), আবুল হাসেম (মোহনা টেলিভিশন), নান্দাইল প্রেসক্লাবের নিবার্চন কমিশনার সিনিয়র সাংবাদিক সুলতান উদ্দিন (একুশের বানী), মনজুরুল হক মনজু (মানব কন্ঠ), অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান (ইনকিলাব), শফিকুল ইসলাম শফিক (ভোরের কাগজ), রমজান আলী ( দৈনিক প্রতিদিনের সংবাদ), শাহজাহান ফকির (দৈনিক আমার সংবাদ), ফরিদ মিয়া (স্বদেশ বিচিত্রা), আরএন শ্যামা (বাংলা প্রতিদিন), শাফায়েত আহমেদ, আবু হানিফা (দৈনিক অনির্বাণ), মাহাবুব আলম খান (দৈনিক আমাদের নতুন সময়) প্রমুখ। এছাড়া মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সদস্য সহ সভাপতি ডা: ফখর উদ্দিন, সদস্য লুৎফুর রহমান (শিক্ষক) উপস্থিত ছিলেন।