নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নান্দাইল উপজেলার হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়। রবিবার (৫ ডিসেম্বর) উপজেলার দলীয় কার্যালয়ে ১০ টি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর সভাপতি গোলাম মাওলা ভূঁইয়া সহ উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। দলীয় মনোনয়ন বিতরণ অনুষ্ঠানটি ইসলমী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসেমের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর সভাপতি গোলাম মাওলা ভূঁইয়া,নান্দাইল উপজেলার সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ্, যুগ্নসাধারন সম্পাদক ডা: মেহেদী হাসান পলাশ, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ডা: ফরিদ উদ্দিন, শ্রমিক আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যু্ব আন্দোলনে সভাপতি এইচ এম বুরহান উদ্দিন, সহ -সভাপতি শিহাব উদ্দিন,অর্থ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এসময় হাতপাখা মনোনীত ১০ জন চেয়ারম্যান প্রার্থী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী নান্দাইল উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে ১০ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোয়াজ্জেমপুর ইউনিয়নের হাফেজ আজহারুল ইসলাম, চন্ডিপাশা ইউনিয়নের মাওলানা হাফিজুল্লাহ, গাংগাইল ইউনিয়নের জহির রায়হান,রাজগাতী ইউনিয়নের আব্দুল মতিন, মুসুল্লি ইউনিয়নের এমদাদুল হক, সিংরইল ইউনিয়নের আব্দুল কাইয়ুম মোল্লা, আচারগাঁও ইউনিয়নের মোবারক হোসেন, শেরপুর ইউনিয়নের সাইয়েদুল ইসলাম, খারুয়া ইউনিয়নের হাফেজ জুনাইদ, জাহাঙ্গীরপুর ইউনিয়নের ক্বারী মোজাম্মেল হক রিপন। বক্তারা এসময় বলেন, আমরা সারাদেশের প্রতিটি ইউনিয়নে একজন করে হাতপাখার নেতা তৈরী করতে চাই যেন তার প্রতিনিধিত্বে ইসলামের দাওয়াত সবার মাঝে পৌঁছাতে সহজ হয়। কারন ইসলামের দাওয়াত সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।