নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের ৬১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ই জানুয়ারি) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আলোর ভুবন পাঠাগারের আয়োজনে কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসর, আলোর ভুবন পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, দপ্তর সম্পাদক রমজান আলী, সদস্য মাহাবুব আলম খান, সাফায়েত আহম্মেদ, বাউল মেলা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শরিফুল হক, শফিকুল ইসলাম জুয়েল, নয়ন মিয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক এনামুল হক বাবুল বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও gsnnews24.com এর সম্পাদক ও প্রকাশক। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় ভারত ও বাংলাদেশ থেকে একাধিক বার পদক ও সম্মাননা প্রাপ্ত হয়েছে।
এর আগে সাংবাদিক এনামুল হক বাবুলের জন্মদিন উপলক্ষে নান্দাইল উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা সাংবাদিকবৃন্দ ও অন্যান্য পেশার মানুষ মোবাইল কল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো সবাইকে ধন্যবাদ জানান।