নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। ট্রাস্টের কো-অর্ডিনেটর মুহাম্মদ তারিক জামিলের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব ওয়ালী উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব ফয়েজ উদ্দিন। যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন। মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার। সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, ইউপি সদস্য আতিকুজ্জামান বিপুল মেম্বারসহ প্রমূখ ব্যক্তিবর্গ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।এতে অংশ নিয়েছিলো ২৭ জন যুবক ও ৩ জন যুবতী৷ বক্তাগণ যুবকদের দক্ষ হতে উৎসাহিত করেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের নিমিত্তে কাজ করার কথা বলেন। নান্দাইল উপজেলা যুব উন্নয়ন কার্যালয় ও মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।