নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নকল স্ট্যাম্প লাগানে বিড়ি সহ এক বিড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। জানাযায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার নান্দাইল রোড বাজারের উজ্জ্বল স্টোরের সামনে থেকে নান্দাইল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নকল স্ট্যাম্প লাগানো প্রায় ৬৫ হাজার বিড়ি সহ বিড়ি বিক্রেতা হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেন। হাফিজ উদ্দিন নান্দাইল উপজেলার চানপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র। থানা সূত্রে জানাগেছে, রংপুর জেলার নিউ সাহেবগঞ্জ চান খুটি সৎ বাজার এলাকার দোলোয়ার হোসেনের মালিকাধীন নিউ স্টার বিড়ি র্দীঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল লাগিয়ে একটি চক্র বাজার জাত করে আসছিল। উদ্ধারকৃত বিড়ির মূল্য ৫২ হাজার ২ শত টাকা। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, উক্ত ঘটনায় নান্দাইল থানার হাফিজ উদ্দিন সহ করিমগঞ্জ উপজেলার লাকপুর গ্রামের সেলিম মিয়া, পূর্ব নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবুল ও মানিক মিয়া নামে এবং অজ্ঞাত আরও ১জনের নামে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হাফিজ উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।