হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ খান হেলাল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, সরকারি হিজলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস, বি এল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমজি লাল দাস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন খান।
নানা আয়োজনের মধ্যে ছিল নিত্য সঙ্গীত, দেশের গান, কবিতা আবৃতি ও শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উত্তর পর্ব।