জালিস মাহমুদ, পিরোজপুরঃ-
পিরোজপুরের নাজিরপুরে রাস্তা প্রশস্তকরণের জন্য সড়কের দুই পাশে থাকা সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১২ টা থেকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন রাস্তা এবং সড়ক ও জনপদের বেড়িবাঁধ রাস্তার দুই পাশের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।
জানা যায়, উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে অবৈধ দখলদারিদের বারবার উচ্ছেদের নোটিশ দিলেও তারা নিজেরা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
জানা গেছে, উচ্ছেদ অভিযানে পিরোজপুর- ঢাকা মহা সড়কের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সামনের রাস্তা এবং বেড়িবাঁধ রাস্তা প্রশস্তকরণের জন্য নাজিরপুর সদর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার দুই পাশে থাকা সকল দোকান-পাট, ঘর-বাড়ি, মার্কেট-শোরুম, অফিস ও অন্যান্য অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা প্রকৌশল বিভাগ।
নির্বাহী ম্যাজিস্টেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের রাস্তার পাশে সরকারি জমি দখল করে যেসব অবৈধ স্থাপনা এবং দোকান তৈরী করা হয়েছে তা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জনগনের বৃহৎ স্বার্থে এই অভিযান চালানো হচ্ছে। জনগণের নির্বিঘ্নে চলাচলের জন্য আগামী ৬ মাসের মধ্যে সড়কের উভয় পাশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসাবে নাজিরপুরের ২কিলোমিটার রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরো জানান, উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে সতর্কিকরন নোটিশ প্রদান ও মাইকিং করা হয়েছিল।এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নাজিরপুর সার্বক্ষণিক সহযোগিতা করেন।